পঞ্চগড়ে অবাধে কাটা হচ্ছে করতোয়া-তালমা নদীর পাড়

১৭ জানুয়ারী ২০২৩

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার নলকুড়া এলাকায় তালমা ও করতোয়া নদীর পাড় অবৈধভাবে কাটা হচ্ছে। দিন-রাতে ভ্যাকু, ট্রাক্টর দিয়ে এক শ্রেনীর বালু ব্যবসায়ী এ কাজ করছে। এতে হুমকিতে পড়েছে ফসলি জমিসহ ঘরবাড়ি ও সরকারের কোটি কোটি টাকা ব্যয়ের বাঁধ।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নদীর ওই পয়েন্টে থেকে কেটে নেওয়া বালু বিক্রি করা হচ্ছে। তালমা ডিয়াবাড়ি এলাকায় তালমা নদীর পাড় কেটে ট্রাক্টরে নেওয়া হচ্ছে। একই চিত্র ফুলতলা কাঁটাবাড়ি ফরেস্ট এলাকাতেও।

স্থানীয় বাসিন্দা সিদ্দিক,করিমুল, আলতাব জানান, এভাবে নদীর পাড়ের মাটি কেটে নিলে বর্ষার মৌসুমে পানি ঢুকে ব্যাপক ভাঙনের সৃষ্টি হবে। এতে ঘরবাড়ী, ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। নদীর পাড় কাটা বন্ধের জোর দাবী জানান তারা।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক মুঠোফোনে বলেন,অভিযোগ পাওয়ার পরে পাহারা বসানো হয়েছে। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।

 

মো.সম্রাট হোসাইন/এমকে 


মন্তব্য
জেলার খবর