নোয়াখালীতে এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

১৭ জানুয়ারী ২০২৩

মো. দেলোয়ার হোসেন,নোয়াখালী:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালীর সাইবার ওয়ারিয়র্স। রোববার (১৫ জানুয়রি) মুছাপুর ইউনিয়নের মক্কা নগর মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ছাত্রদের হাতে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা (রুমেল), ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হেদায়েত উল্ল্যাহ মানিক, সংগঠনটির সভাপতি সাইদুর রহমান রায়হান,  সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন রিমন, নোয়াখালী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রাফাত আহম্মেদ (অন্তর) এবং এতিম খানার সুপার, শিক্ষকসহ অন্যরা।

প্রসঙ্গত, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স মানুষকে সাইবার সেবা দেওয়ার পাশাপাশি অনেকগুলো সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে তাদের সামাজিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন জেলাবাসী।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর