নির্বাচনে অংশ নেবে বিএনপি

১৭ জানুয়ারী ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে-ই বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, সব হারিয়ে নির্বাচনে আসবে তারা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সভা হয়, আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ।

বিএনপির চলমান আন্দোলনের অর্থায়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন- যারা শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য টাকা দিচ্ছে, তাদের খবর আছে। কারণ টাকা আসে কোথা থেকে সেটা আমরা জানি।

নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী জানান, সরকার নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না। নির্বাচন করবে নির্বাচন কমিশনার। ঢাকা সফরে আসা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে হতাশা থেকে বিএনপি অসুস্থ হয়ে গেছে বলেও মন্তব্য করেন এ সময় সেতুমন্ত্রী। বলেন- হতাশায় বিএনপির বাজার, তাদের জোটের বাজার ভেঙে যাচ্ছে। এ হতাশার জোট দিয়ে শেখ হাসিনা সরকার হটানো দুরাশার বাণী।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ। আরও বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর