ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাখাওয়াত (২৫) নামের এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে সম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসের হাট বাজারে এ ঘটনা ঘটে।
সাখাওয়াত উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা কামালের ছেলে। তিনি চাঁচড়া ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১১ টার দিকে সাখাওয়াত ফেসবুকে তার আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তাকে সম্ভুপুর বাজারে দেখতে পেয়ে স্থানীয় আ.লীগ নেতাকর্মীরা ও চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মিয়া সাখাওয়াতকে ডেকে পুলিশের হাতে তুলে দেন।
এদিকে এ ঘটনায় সাখাওয়াত নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ফাসাঁনোর জন্য এসব নাটক করা হয়েছে। তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান শাহীন/এমকে