সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা

১৭ জানুয়ারী ২০২৩

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে  দিনের তাপমাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা আর অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে মঙ্গলবার (১৭ জানুয়ারি) এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে রংপুর ও রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে বদলগাছিতে- ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

এমকে


মন্তব্য
জেলার খবর