বেশ কিছু দিন আগে শেষ হয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে স্বপ্নপূরণ হয়েছে আর্জেন্টিনার। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা ঘরে তুলেছে আর্জোন্টনা। ঘুচেছে মেসির শিরোপা জয়ের প্রত্যাশা। বিশ্বকাপের সময় বাংলাদেশের অসংখ্য ভক্ত দেশটিকে শুভকামনা জানিয়েছিলেন। সেই শুভকামনা সামাজিক মাধ্যমের কল্যাণে পৌঁছে যায় আর্জেন্টিনায়।
দেশটি ইতোমধ্যে বাংলাদেশে দূতাবাস খোলার কথা মৌখিকভাবে জানিয়েছে। সেই সাথে মেসিদের বাংলাদেশে আসারও সম্ভবনা তৈরি হয়েছে। এমনকি মেসিদের আানার বিষয়টি প্রায় চুড়ান্ত হয়ে গেছে। এখন কেবল টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিক হয়ে গলে আগামী জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিষয়টি আজ চুড়ান্ত হতে পারে। এ নিয়ে আজ বৈঠকে বসবে বাংলাদেশ ফুটবেল ফেডারেশন (বাফুফে)। বাফুফের পক্ষ থেকে জানানো হয়, জুন ২০২৩ উইন্ডোতে আর্জেন্টিনার বাংলাদেশে আসার সার্বিক বিষয়ে বাফুফে ভবনে হবে সংবাদ সম্মেলন।
এর আগেও বাংলাদেশে এসেছে নীল-আকাশীর দলটি। ২০১১ সালে প্রথমবার বাংলাদেশে আসে তারা। সেবার নাউজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেয় তারা। এবারও একটি প্রীতি ম্যাচ অনুষ্টিত হবে। তবে প্রতিপক্ষ কারা হবে, খেলা কোথায় হবে, তা এখনও জানায়নি বাফুফে। তবে স্টেডিয়াম সংস্কারের জন্য জাতীয় পরিষদকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাফুফে।
আরআই