এবারের বিপিএলের শুরু থেকে জয়ের খরায় ভুগছিল খুলনা। তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি। অবশেষে তামিম ইকবালের ঝলমলে ব্যাটিংয়ে জয়ের ধারায় ফিরেছে খুলনা টাইগার্স। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে তামিমের খুলনা। এবারের বিপিএলে এটাই খুলনার প্রথম জয়।
টস জিতে বোলিং করতে নেমে রংপুরকে অল্প রানে আটকে ফেলে খুলনা। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করতে পারে। সর্বোচ্চ ৩৮ রান আসে মেহদী হাসানের ব্যাট থেকে। ৩৪ বলে এ রান করেন তিনি। খুলনার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ওহাব রিয়াজ। আহমেদ বাট নেন তিনটি। দুটি উইকেট নেন নাহিদুল ইসলাম।
জবাবে ব্যাট করতে নেমে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি একাই করে ৬গ রানের অনব্য একটি ইনিংস। ৪৭ বলে এ রান করেন তিনি। এছাড়া মাহমুদুল হাসান জয় ৪২ বলে ৩৮ রান এবং ২১ বলে ২১ রান করেছেন মুনিম শাহরিয়ার।