নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সম্প্রতি পাঁচ পদে লিখিত পরীক্ষার পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি। ক্যালিগ্রাফিস্ট, মাইক্রোফোন অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সহকারী পেইন্টার ও উচ্চমান সহকারী পদের পরীক্ষার তারিখ পরিবর্তনকরা হয়েছে। সমপ্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদের লিখিত পরীক্ষা ২০ জানুয়ারি শুক্রবার বেলা ১১টা থেকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হবে মর্মে প্রার্থীদের কাছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছিল। কিন্তু অনিবার্য কারণবশত ২০ জানুয়ারির পরিবর্তে আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টা থেকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ৭, বকশী বাজার রোড, ঢাকা-১২১১ ঠিকানায় অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় যথারীতি লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে।