রেলওয়েতে বিশাল নিয়োগ

১৮ জানুয়ারী ২০২৩

শিক্ষিত বেকারদের জন্য চাকরির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। শূন্যপদে কিছু জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। প্রতিষ্ঠানটি ১ হাজার ৩৮৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে। আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি, ২০২৩ তারিখ। আবেদন করা যাবে ২ মার্চ ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

 

 

পদের নাম: ওয়েম্যান

পদসংখ্যা: ১,৩৮৫

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

 

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ও রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

যেভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিঙ্ক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মুঠোফোন নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। ই-মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।


মন্তব্য
জেলার খবর