লিটনের কাছেই প্রথম হার মাশরাফিদের

১৮ জানুয়ারী ২০২৩

এবারের বিপিএল বীরের বেশে শুরু করেছে সিলেট। পরপর টানা জয়ে অপরাজেয় হয়ে উঠেছিল সেরা ক্যাপ্টেন মাশরাফি মর্তুজার দলটি। তবে মঙ্গলবার দিনের ২য় ম্যাচে কুমিল্লার কাছে হেরে প্রথম হারের স্বাদ নিল সিলেট। এদিন সিলেটকে ৫ উইকেটে হারায় কুমিল্লা।

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন আগে ব্যাটে নামে সিলেট। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। স্কোর বোর্ডে ২০ রান যোগ না হতেই ৩ উইকেট হারিয়ে বসে সিলেট। দুই ওপেনার মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত যথাক্রমে ৭ ও ১৩ রান করে আউট হন। আর ১ রান করে সাজ ঘরের দিকে পা বাড়ান আকবর আলী। দলীয় স্কোর অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই বিদায় নেয় ৭ ব্যাটসম্যান। দলের স্কোর ১০০ পার না হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ  সময় ত্রাতা হিসেবে হাজির হন থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। দুইজনের অনবদ্য ৮০ রানের জুটিতে মোটামুটি লড়াকু স্কোর গড়ে সিলেট। পেরেরা ৩১ বলে অপরাজিত ৪৩ ও ওয়াসিমের ৩৩ বলে অপরাজিত ৪০ রান করেন। আর কোনো উইকেটের পতন না হওয়ায় ৭ উইকেটে ১৩৩ রান ক রে সিলেট। কুমিল্লার পক্ষে হাসান আলি ও মুকিদুল ইসলাম পান দুটি করে উইকেট।

 

লক্ষ্য তাড়া  করতে নেমে ব্যাটে ঝড় তোলেন লিটন দাস। সাথে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান। এ জুটি করে ৫৭ রানের অনবদ্য ইনিংস। এ জুটি ভাঙে রিজওয়ান আউট হওয়ার পর। তবে একপ্রান্তে তখনও ব্যাট চালাচ্ছিলেন লিটন। তাকে থামান মাশরাফি। ম্যাশের বলে পেরেরার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন। এর আগে ৭০ রানের অসাধরণে ইনিংস খেলেন তিনি। ৪২ বলে ৭ চার ও ৪ ছয়ের মারে এ রান করেন তিনি। লিটন আউট হলেও জয়ের জন্য বেগ পেতে হয়নি কুমিল্লার। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কুমিল্লা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর