মন্তব্য
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক জনপ্রিয় সমাজিক মাধ্যম টুইটার কেনার পর থেকে প্রতিষ্ঠানটিতে নানা পরিবর্তন আসতে থাকে। অসংখ্য কর্মীকে ছাটাই করা হয়। টুইটার নিয়ে এবার নতুন খবর সামনে এলো। এক বছরে টুইটারে আয় ৪০ ভাগ কমেছে বলে জানিয়েছে রয়টার্স।
টুইটারের আয় কমায় বহু টুইটার কর্মী উদ্বেগে রয়েছেন বলেও জানিয়েছে রয়টার্স। সম্প্রতি টুইটারের সিঙ্গাপুরের সদর দফতর বন্ধ করার দেওয়া হয়েছে। কর্মীদের বাসায় বসে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠেছে এশিয়ায় টুইটার কোনো অফিসই রাখবে না? তবে এ বিষয়ে কোনো কিছুই জানায়নি টুইটার।
আরআই