মন্তব্য
মো. দেলোয়ার হোসেন,নোয়াখালী:
নোয়াখালীর কবিরহাটের ১২ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এসব পরিবারের জন্য এ কম্বল পাঠিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৮ জানুয়ারি) কবিরহাট পৌরসভা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ওবায়দুল কাদেরর পক্ষ থেকে বিতরণ কার্যক্রম যৌথভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমূখ।
এমকে