ত্রাস সৃষ্টির লক্ষ্যে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আ.লীগ: মির্জা ফখরুল

১৮ জানুয়ারী ২০২৩

ত্রাস সৃষ্টির লক্ষ্যে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির দিনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করছে বলে মনে করছে বিএনপি। এদিকে একই দিনে একই সময় কোনো কর্মসূচি না দেওয়ার জন্য আওয়ামী লীগের প্রতি আহবান জানিয়েছে দলটি। বুধবার (১৮ জানুয়ারি) রাজধানী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, তাদের কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ নেতাদের উসকানিমূলক বক্তব্য বিশেষত প্রকাশ্যেই বিরোধী দলের নেতা-কর্মীদের হাত-পা ভেঙে দেওয়া, হাত জ্বালিয়ে দেওয়ার হুমকি ও নির্দেশ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আরও অনুপ্রাণিত করেছে। এ কারণেই সন্ত্রাসী কাজগুলো ঘটছে লাগামহীনভাবে । তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা ও মন্ত্রীরা মুখে গণতান্ত্রিক পরিবেশের কথা বললেও বাস্তবে সন্ত্রাসী পরিবেশ তৈরি করছে। তারা চাইছে সরকারবিরোধী আন্দোলনকে নস্যাৎ করতে, বিরোধী দলকে উসকানি দিয়ে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিয়ে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি করা। তবে বিএনপি এ বিষয়ে সচেতন আছে। অত্যন্ত ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে- যোগ করেন মির্জা ফখরুল।

 

এমকে


মন্তব্য
জেলার খবর