পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন ভালোয়-মন্দে পার করল বাংলাদেশ। তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের ভালো বোলিংয়ের পরও প্রথম দিন ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৮ রান জমা করেছে দক্ষিণ আফ্রিকা। এ রান করতে গিয়ে ৫ উইকেট হারায় তারা। প্রোটিয়াদের রানের চাপ মাথায় নিয়ে টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।
দিন শেষে উইকেটে কাইল ভেরাইনা ১০ রানে অপরাজিত। তার সঙ্গে আছেন মুল্ডার। দিনের প্রথম সেশনে মাত্র এক উইকেট নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে নিয়েছে দুটি উইকেট। আর শেষ সেশনে নিয়েছে দুটি উইকেট। কিন্তু রানের কথা চিন্তা করলে বাংলাদেশের কিছুটা অস্বস্তি হতে পারে। কারণ প্রথম দিনই দলীয় রান প্রায় তিনশর কাছাকাছি করে নিয়েছে ডিন এলগারের দল। কাল সেটা আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তাই যতদ্রুত সম্ভব স্বাগতিকদের কাল থামানো চাই বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা
প্রথম ইনিংস : ৯০ ওভারে ২৭৮/৫ (এলগার ৭০, এরউইয়া ২৪, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, রিকেলটন ৪২, ভেরাইনা ১০*, মুল্ডার ০*; তাইজুল ৩২-৭-৭৭-৩, ইবাদত ১৬-২-৭৫-০, মিরাজ ১৯-২-৫৮-০, খালেদ ৩০-৪-৫৯-২)।