ইউক্রেনের রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন হেলিকপ্টারের আরোহী। বাকিরা ভূস্পৃষ্ঠে অবস্থান করছিলেন। নিহতের মধ্যে তিনজন শিশু। এ ঘটনায় শিশুসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) বিধ্বস্তের এ ঘটনায় শিশুপালন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্স
দেশটির পুলিশ প্রধান ইহর ক্লাইমেনকো জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি, তার প্রথম ডেপুটি ইয়েভেনি ইয়েনিন ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা দুর্ঘটনায় নিহত হয়েছেন। কি কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে সরকার থেকে কিছু জানানো হয়নি। এটি রাশিয়ার হামলা কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির সরকারি তথ্যানুযায়ী, কিয়েভের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ব্রোভারিতে ফ্রান্সের তৈরি সুপার পুমা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আগুন লাগলে শিশুপালন কেন্দ্রের চারপাশ পুড়ে গেছে। গ্লিব নামের ১৭ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, আহতদের দেখেছি, শিশুদের দেখেছি। চারিদিকে অনেক কুয়াশা ছিল। সবকিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমরা যারা ঘটনা দেখেছি, তারা আর্তনাদ শুনে আহতদের কাছে গিয়েছি। তিনি আরো বলেন, নার্সারিতে আগুন লাগায় আমরা শিশুদের উদ্ধার করে বাইরে নিয়ে এসেছি।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি জানান, হতাহতের সংখ্যাটা এখনও পুরোপুরি নির্ধারণ করা যায়নি। ভয়ানক এ ট্র্যাজেডি তদন্তের নির্দেশও তিনি দিয়েছেন।