কেবল বাংলাদেশেই বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি দেয় সরকার: প্রধানমন্ত্রী

১৮ জানুয়ারী ২০২৩

বিশ্বের কোন দেশ বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি দেয় না উল্লেখ করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বিদ্যুতে ও গ্যাসে ভর্তুকি দিচ্ছি। কত ভর্তুকি দেবে সরকার? সরকার যে ভর্তুকিটা দেবে, সেটা জনগণেরই টাকা। জাতীয় সংসদে চলমান অধিবেশনে বুধবার (১৮ জানুয়ারি) অনির্ধারিত আলোচনায় এসব  কথা বলেন সংসদ নেতা। 

ব্যবসায়ী ও শিল্পকারখানার মালিকদের ক্ষেত্রে গ্যাসের ভর্তুকি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চাইলে যে মূল্যে সরকার কিনে আনবে, সেই মূল্য তাদের দিতে হবে। এখানে ভর্তুকি দেওয়ার কোনও যৌক্তিকতা নেই।

সরকার প্রধান বলেন, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বাড়ানো হয়েছে। কিন্তু বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে বিদ্যুতের ব্যবহার ৫০ শতাংশ কমিয়ে দিয়েছি। এভাবে যদি সবাই উদ্যোগ নেয়, তাহলে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী হতে পারে। তিনি জানান, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের পর  ইংল্যান্ড বিদ্যুতের দাম ১৫০ ভাগ বাড়িয়েছে। আমরা তো মাত্র ৫ শতাংশ আজ বাড়ালাম। আর বাড়ছে বাল্কের কিছু গ্যাসের দাম।  দ্রব্যমূল্য আজ সারা বিশ্বেই বৃদ্ধি পেয়েছে- যোগ করেন শেখ হাসিনা।

আইএমএফ’র ঋণ প্রসঙ্গে শেখ হাসিনা জানান- আইএমএফ তখনই ঋণ দেয়, যখন ওই দেশ ঋণ পরিশোধের যোগ্যতা অর্জন করে। এখানে তেমন কোনও শর্ত দিয়ে ঋণ নেয়নি সরকার। দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার সরকারের নেওয়অ পদক্ষেপ তুলে ধরেন এ সময় শেখ হাসিনা।

এমকে


মন্তব্য
জেলার খবর