দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত আসনে ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অনিশ্চয়তার কথা এসেছে খোদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের মুখ থেকে। তিনি বলেছেন, আদৌ ইভিএম এভেইলেবল হবে কি-না, কত সংখ্যক আসনে ইভিএম ব্যবহার হবে- এসব বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি এখনো।
বুধবার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের ১১ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি। বৈঠকে সিইসির সঙ্গে তিন নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
দায়িত্ব গ্রহণের পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনের ভোট ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) গ্রহণ করার সিদ্ধান্ত নেয় ইসি। এ জন্য প্রয়োজনীয় ইভিএম ক্রয় সংক্রান্ত একটা প্রস্তাব সরকারকে দিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠান। এখনো প্রস্তাব পাস হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে চলমান জানুয়ারির মধ্য ভাগের মধ্যে প্রকল্পটি পাস না হলে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে ইসির কাছে বর্তমানে যে ইভিএম আছে, তাই দিয়েই ভোট করা হবে। বাকিগুলোতে ব্যালটে যেতে হবে। বর্তমানে ইসির হাতে থাকা ইভিএম দিয়ে ৫০টি আসনে ভোটগ্রহণ করা যাবে। সম্প্রতি সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
ওদিকে সিইসি বলেন, ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন প্রতিনিধি দল। তাদের জানানো হয়েছে, যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গিয়েছিল। তবে এটাও জানিয়েছি ইভিএম নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। উনাদের সঙ্গে আমাদের এতটুকুই আলোচনা ছিল। মূলত নির্বাচনি প্রস্তুতি কেমন তা জানতে এসেছিলেন তারা-যোগ করেন সিইসি।
এমকে