জ্বালানির জন্য রাশিয়ার আমদানির ওপর জার্মানি নির্ভরশীল নয় বলে দাবি করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিল্ডনার। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘গত বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর জার্মানি জ্বালানি অবকাঠোমোতে ব্যাপক পরিবর্তন এনেছে।’
সামরিক আগ্রাসনের পর ইউরোপে গ্যাস রফতানি বন্ধ করে দেয় রাশিয়া। যে কারণে চলতি শীতে ব্ল্যাকআউটের শংকা দেখা দিয়েছে।
লিন্ডনার বলে, ‘জার্মানি জ্বালানির নতুন উৎস খুঁজে পেয়েছে। তবে হ্যাঁ জার্মানি এখনও জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। কিন্তু সেটা রাশিয়া থেকে নয়, বৈশ্বিক সরবরাহের ওপর। সামরিক আগ্রাসনের আগে জার্মানি রাশিয়া থেকে অর্ধেকের বেশি গ্যাস আমদানি করতো। এখন সেটা কমিয়ে এনেছে।’
এ কথার মাধ্যমে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) লিন্ডনার জার্মানিতে একটি নতুন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল তৈরির অগ্রতির দিকে ইঙ্গিত করেছেন। মাত্র আট মাসের মধ্যে এটি তৈরি করা হয়েছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়নে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।