আলাস্কায় মেরু ভাল্লুকের হামলায় নারী-শিশুর মৃত্যু

১৯ জানুয়ারী ২০২৩

আলাস্কার প্রত্যন্ত এক গ্রামে মেরু ভাল্লুকের হামলায় এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। অঞ্চলটির প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বিবিসির।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে সেওয়ার্ড উপদ্বীপের পশ্চিম প্রান্তে ওয়েলসের গ্রামে ভাল্লুকটি প্রবেশ করে। ঢুকেই লোকজনকে তাড়া করতে শুরু করে। নিহত নারী ও শিশুর ওপর আক্রমণ করার পরপরই ভাল্লুকটিকে গুলি করে হত্যা করা হয়। আলাস্কায় মেরু ভাল্লুকের আক্রমণের হার খুবই কম। তবে বিশেষজ্ঞদের শংকা বরফ যত গলতে থাকবে আক্রমণের হার ততো বাড়বে।

 

প্রদেশটির সামরিক সদস্যদের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মেরু ভাল্লুকটি লোকালয়ে হঠাৎ প্রবেশ করে। ঢুকেই অধিবাসীদের তাড়া করতে থাকে। হঠাৎ করে ভাল্লুকটি প্রাপ্তবয়স্ক মহিলা ও একটি শিশুর ওপর আক্রমণ করে।

 

পরিবারের সদস্যদের অবগত করার বিষয়টি প্রক্রিয়াধীন থাকায় পুলিশের পক্ষ থেকে নিহতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। আবহাওয়া অনুকূলে থাকলে পুলিশ ও প্রদেশের কর্মকর্তারা ঘটনা তদন্তে পুনরায় ওয়েলসে যাবেন বলে জানা গেছে।

 

যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা যায়, প্রাকৃতিক আবাসস্থল কমতে থাকায় প্রাণীরা মানুষের আবাসস্থলে প্রবেশ করতে শুরু করেছে। আর এ কারণে আক্রমণের সম্ভাবনাও দিন দিন বাড়ছে। ২০১৭ সালে দ্য ওয়াইল্ডলাইফ সোসাইটি প্রকাশিত একটি সমীক্ষার তথ্যানুযায়ী, ২০০০ সাল থেকে মানুষের উপর মেরু ভাল্লুকের আক্রমণ বেড়েছে। বিশেষ করে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি।


মন্তব্য
জেলার খবর