কাজাখস্তানে স্থায়ীভাবে থাকার সুবিধা হারাচ্ছে রাশিয়ানরা

১৯ জানুয়ারী ২০২৩

স্থায়ীভাবে বা অনির্দিষ্টকালের জন্য কাজাখস্তানে থাকার সুবিধা হারাচ্ছে রাশিয়ার অধিবাসীরা। চলতি সপ্তাহে এ বিধান কার্যকর করে সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। খবর রয়টার্স।

 

আগামী ২৬ জানুয়ারি থেকে আস্তানা সরকার এ নিয়ম কার্যকর করবে। রাশিয়াসহ অন্যান্য ইউরেশিয়ান অর্থনৈতিক অঞ্চলের অধিবাসীদের তিন মাস থাকার পর পরবর্তী ৯০ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এর মাধ্যমে অভিবাসন নিয়ন্ত্রণে রাজ্যের হাতে আরো বেশি ক্ষমতা থাকবে।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার মাধ্যমে প্রথমবারের মতো সামরিক আগ্রাসন শুরু করে মস্কো। এরপর রাশিয়ার হাজার হাজার অধিবাসীকে গত বছর কাজাখস্তানে স্থানান্তরিত করা হয়, যাদের মধ্যে তরুণ ও মধ্যবয়স্কদের সংখ্যাই বেশি। কাজাখস্তানে রাশিয়ার ভাষার বহুল প্রচলন রয়েছে। এছাড়াও দুটি দেশের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় স্থল সীমান্ত রয়েছে। এ কারণে দেশ ত্যাগের পর আশ্রয় গ্রহণের দিক থেকে রাশিয়ানদের পছন্দের তালিকায় কাজাখস্তানের অবস্থান শীর্ষে।

 

বিপুল সংখ্যক রাশিয়ানদের আগমন সামলাতে হিমশিম খাচ্ছে কাজাখস্তান। কর্তৃপক্ষ জানায়, বিপুল জনসংখ্যার কারণে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ২০২২ সালে এ হার ২০ শতাংশের বেশি বেড়েছে। ১৯৯০ সালের পর যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।


মন্তব্য
জেলার খবর