কক্সবাজারে আশ্রয় দেওয়া রোহিঙ্গারা দেশের জন্য বিষফোঁড়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন নিয়ে যে সব কথা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে বলা হয়েছে- এ সব তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি করে দেখে রিপোর্ট করা উচিত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানী ঢাকায় বাংলা একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। ‘ঘাতক দালাল নির্মূল কমিটি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে বাংলা একাডেমিতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ক্যাম্পের ভেতর ইয়াবার ব্যবসা করে। গোলাগুলি, মারামারি করে। সেখানে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকালও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে- যোগ করেন মন্ত্রী কামাল।
এমকে