উন্নয়নশীল বাংলাদেশের যাত্রা শুরু ২৬ সালে

২০ জানুয়ারী ২০২৩

২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সেই যাত্রা থেকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে উঠবো আমরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্টান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাকালে এ আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাৎ করতে যান কমিটির সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলররা।

চতুর্থ শিল্প বিপ্লব ও দেশের অর্থনীতি প্রসঙ্গেও কথা বলেন এ সময় শেখ হাসিনা। বলেন, আমাদের অর্থনীতি কৃষিভিত্তিক। কিন্তু সঙ্গে সঙ্গে শিল্পায়নেও যেতে হয়, শিল্পায়নে যাচ্ছি পরিকল্পিতভাবে। কারণ, আমাদের ছোট্ট জায়গায় লোকসংখ্যা বেশি। তিনি জানান, আমরা ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলছি। এর বাইরে কেউ শিল্পায়ন করতে পারবে না। আর এসব অঞ্চলে পরিবেশ রক্ষা থেকে শুরু করে সবধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কৃষিজমি যেন বেঁচে যায়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে তার সরকার, জানান শেখ হাসিনা।

সামনে চতুর্থ শিল্প বিপ্লব উল্লেখ করে সরকার প্রধান বলেন- সে জন্য আমাদের যে জনশক্তি, সেটাকে দক্ষ করে গড়ে তুলতে হবে। না পারলে তাহলে ওই জায়গাটা ধরতে পারবো না। কাজেই সেই বিষয়টা মাথায় রেখে তার সরকার কাজ করে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা।

টাকা পেলেই বিল্ডিং না বানিয়ে টাকাটা বিশ্ববিদ্যালয় পরিচালনায় কিভাবে ব্যয় করা যায়, সেই চিন্তা করতে ভাইস চ্যালেঞ্জরদের পরামর্শ দেন এ সময় প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর