নিজেকে বুড়ো হাতির সাথে তুলনা করলেন জাহিদ হাসান

২০ জানুয়ারী ২০২৩

জাহিদ হাসান। দেশের অন্যতম সেরা অভিনেতা। ছোট পর্দায় অত্যান্ত জনপ্রিয় মুখ তিনি। তবে বড় পর্দায়ও কাজ করেছেন। বেশি খ্যাতি অর্জন করেছেন ছোট পর্দায়। অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। তার নাটকের অসংখ্য ডায়লগ মানুষের মুখে মুখে। তবে বর্তমানে পর্দায় তাকে কম দেখা যাচ্ছে।

 

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘সার্কাসের হাতি যখন বুড়ো হয়ে যায়, সে হাতির পারফর্মেন্স তো ভালো থাকে না। তাই সার্কাসের ম্যানেজারও তাকে খুব একটা আদর করে না। তখন সেই হাতিটাকে রাস্তায় ছেড়ে দেয়। রাস্তায় গাড়ি-মানুষ আটকায়, সালাম দেয় আর টাকা নেয়। এ হলো অবস্থা। আমার অবস্থা মোটামুটি ওই অবস্থায় গেছে কিনা, কে জানে!’

 

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ ‘কাইজার’র মহরত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

 

জাহিদ হাসানের বক্তব্যের পরই ‘কাইজার’র নির্মাতা তানিম নূর কথা বলেন। তিনি জানান, ‘আমি ছোটবেলায় যার অভিনয়ের ভক্ত ছিলাম, যার অভিনয় দেখে বড় হয়েছি, আমার ছোটবেলার হিরো আরকি; তার সঙ্গে এবার আমার কাজ করার সুযোগ হচ্ছে। সেজন্য আমি খুবই উচ্ছ্বসিত।”

 

‘কাইজার’র প্রথম সিজনে অভিনয় করেছেন আফরান নিশো, রিকিতা নন্দিনী শিমু, মোস্তাফিজ নূর ইমরান, শতাব্দী ওয়াদুদ, আইশা খান, দ্বীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, সুমন আনোয়ার প্রমুখ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর