‘ইউক্রেনে রাশিয়া হারলে, পারমাণবিক যুদ্ধ হবে’

২০ জানুয়ারী ২০২৩

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়া হেরে গেলে তা পারমাণবিক যুদ্ধ শুরুর কারণ হবে বলে হুঁশিয়ার করেছেন পুতিনের মিত্র রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান এপিফ্যানি। সম্প্রতি একটি ধর্মীয় সভায় আলোচনাকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংসের চেষ্টা করলে পুরো বিশ্ব শেষ হয়ে যাবে। খবর রয়টার্স।

 

রাশিয়াকে ধ্বংসের চেষ্টা করলে পুরো বিশ্ব শেষ হয়ে যাবে উল্লেখ করে তিনি আরো বলেন, জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে রাশিয়াকে পরাজিত করতে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো মিলিত হচ্ছে। তবে এর আগে তাদের এ কাজের পরিণাম সম্পর্কে ভেবে দেখা দরকার। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

 

তারই কথায় সুর মিলিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেছেন, ‘চলমান যুদ্ধে একটি পারমাণবিক শক্তির পরাজয় আরেকটি পারমাণবিক যুদ্ধের সূচনা করতে পারে।’

 

এদিকে ইউক্রেনে রাশিয়ার যে বিশেষ সামরিক অভিযান চলছে, সেটিকে পশ্চিমাদের বিরুদ্ধে অস্তিত্ব টিকে রাখার লড়াই বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জনগণ ও দেশকে রক্ষা করতে সর্বস্ব দিয়ে দেশটি লড়াই করবে বলেও জানান তিনি।


মন্তব্য
জেলার খবর