ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত ২১টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন এ প্রতিষ্ঠানটিতে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। অন্য মাধ্যমে আবেদন গ্রহণীয় নয়। আবেদনের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।
যেসব পদে লোকবল নেওয়া হবে
উপ-পরিচালক পদে ১২ জন, সিনিয়র প্রোগ্রাম অফিসার পদে ৫ জন, মেডিক্যাল অফিসার পদে ৭ জন, সহকারী পরিচালক পদে ১৪ জন, স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার পদে ৩ জন, প্রোগ্রাম অফিসার পদে ৪ জন, ভাষা শিক্ষক (আরবি) পদে ১ জন, গবেষণা কর্মকর্তা পদে ১ জন, সহকারী সম্পাদক পদে ১ জন, সমাজবিজ্ঞান প্রশিক্ষক পদে ১ জন, প্রশাসনিক কর্মকর্তা পদে ২ জন, ফার্মাসিস্ট (ইসলামিক মিশন) পদে ৬ জন, হোমিওপ্যাথ পদে ৫ জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ২জন, সিনিয়র স্টাফ নার্স পদে ২ জন, হোমিও কম্পাউন্ডার পদে ২ জন, লেডি ফার্মাসিস্ট পদে ৫ জন, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ৬ জন, স্টোর সহকারী পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২ জন, ওয়ার্ড মাস্টার পদে ১ জন,
বয়স
আবেদনকারীদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।