বিএনপি এ দেশে গণতন্ত্রের বস্ত্রহরণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না। এ দেশে ’৭৫ পরবর্তী গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার অগ্রভাগে ছিলেন শেখ হাসিনা। তার নেতৃত্বেই শৃঙ্খলমুক্ত হয়েছে দেশের গণতন্ত্র। বিদেশি কারও ফরমায়েশে এ গণতন্ত্র চলবে না, আমরাই চালাবো। শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি এ কম্বল বিতরণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র ও হত্যার রাজনীতে করে না, কিন্তু ষড়যন্ত্র ও হত্যার শিকার হয়। তিনি জানান, বিএনপির ভেতরে গণতন্ত্র নেই। তারা কীভাবে আওয়ামী লীগ কে গণতন্ত্র শেখাবে? শত বাধা বিপত্তির মধ্যেও শেখ হাসিনা দেশে গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন- যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এমকে