বাড়তে পারে তাপমাত্রা, কমবে শীত

২০ জানুয়ারী ২০২৩

আগামী ২ দিনে দেশে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এতে কমতে পারে শীত। শুক্রবার (২০ জানুয়ারি) পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর বলছে, দেশের যে সব এলাকায় মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটাও অব্যাহত থাকতে পারে। বর্তমানে টাঙ্গাইল, ফরিদপুর, রাঙ্গামাটি, কুমিল্লা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

পরবর্তী ২৪  ঘণ্টার পূর্বাভাস হচ্ছে- রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর