মন্তব্য
মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে সাফল্যের সঙ্গে দারিদ্র্য কমাতে করণীয় কী, সেটা বিশ্বকে করে দেখিয়েছে বাংলাদেশ। এমন কথাই বলেছেন বিশ্বব্যাংকের এমডি (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের এমডি বাংলাদেশে তার প্রথম সফরে আসছেন শনিবার (২১ জানুয়ারি)। তিন দিনের এ সফরে ২২ জানুয়ারি বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এমকে