দক্ষিণ কোরিয়ায় অগ্নিকাণ্ড, ৬০ বাড়ি ছাই

২০ জানুয়ারী ২০২৩

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম শহরের গুরিয়ং গ্রামে অগ্নিকাণ্ডে অন্তত ৬০টি বাড়ি ছাই হয়ে গেছে। ৬২টি পরিবার তাদের সম্বল হারিয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খবর কোরিয়া হেরাল্ডের।

অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। তবে গ্যাংনাম গু অফিসের তথ্যানুযায়ী অঞ্চলটিতে ৬৬৬টি বাড়ি রয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টা নাগাদ গুরিয়ং ভিলেজ ডিস্ট্রিক্ট-৪ এর একটি গির্জার কাছে আগুন লাগে এবং আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রায় ৬০০এর কাছাকাছি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জামসহ ৯১৮ জন দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পাঁচ ঘণ্টায় চেষ্টায় এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। সিউলের মেট্রোপলিটন সরকার এক জরুরি বার্তায় আশপাশের বাসিন্দা এবং তাদের যানবাহন সরানোর কথা জানায়। আরো ক্ষয়ক্ষতি এড়াতে আগুনের চারপাশে একটি নিরাপত্তা লাইন করার কথাও জানানো হয়।

এদিকে সিউলের মেয়র ওহ সে-হুন দ্রুত ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের থাকার জন্য জায়গা প্রস্তুতের নির্দেশ দেন। গ্যাংনাম গু অফিস জানায়, ক্ষতিগ্রস্তদের থাকার জন্য আশপাশের চারটি বাসস্থানে মোট ১২৫টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।

 

আসিফ/ এমকে


মন্তব্য
জেলার খবর