মেসিদের বিশ্বকাপের পদকে বৈষম্য

২১ জানুয়ারী ২০২৩

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ে স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। দলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে। ভক্তদের আনন্দে ভাসিয়ে শিরোপা জিতে নিয়ে যায় আর্জেন্টিনা। মেসির ট্রফির ক্যাবিনেটে শোভা পাচ্ছে বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ জেতার পর সোনার পদক পেয়েছিলেন লিওনেল মেসিরা। সেই পদকেই রয়েছে ফারাক। আঙ্খেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস মেপে দেখলেন তাদের পদক। ওজনে ফারাক রয়েছে দু’টি পদকের। সেই ভিডিওই প্রকাশ করেছে ফুটবল ক্লাব জুভেন্টাস। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ তথ্য জানিয়েছে জুভেন্টাস।  

 

ভিডিওতে দেখা যাচ্ছে ডি মারিয়া ও পারেদেস তাদের পদকগুলো ওজন করছেন। ডি মারিয়ার পদকটির ওজন ৪৪১ গ্রাম। কিন্তু পারেদেসের পদকটির ওজন ৪২৯ গ্রাম। অর্থাৎ দু’টির মধ্যে তফাৎ ১২ গ্রামের। পারেদেস বলেন, 'আমার পদকের কয়েক গ্রাম কে নিয়ে নিলো?' মেসির বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম দুই কাণ্ডারি দি মারিয়া ও পারেদেস।

 

বার বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হচ্ছিল মেসির। শেষ পর্যন্ত কাতারে বিশ্বকাপ জিতলেন তিনি। মেসি জানিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ ছিল। চার বছর পর বিশ্বকাপ খেলবেন না তিনি। যদিও আর্জেন্টিনার জার্সি আরো কিছু ম্যাচ খেলতে চান মেসি। বৃহস্পতিবার পিএসজি-র হয়ে খেলতে নামেন মেসি।

আনন্দবাজার/আরআই


মন্তব্য
জেলার খবর