সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য গাড়ির ভেতর ভিডিও রেকর্ড করছিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিন্তু সিটবেল্ট বাধা না থাকায় তাকে জরিমানা করা হয়েছে। খবর বিবিসির।
ল্যাঙ্কাশায়ার পুলিশ জানায়, তারা লন্ডনে ৪২ বছর বয়সী একজনকে নির্দিষ্ট শর্তসাপেক্ষ শাস্তির কথা জানিয়েছে। তিনি আরো জানান, সুনাক তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। সেই সঙ্গে জরিমানা পরিশোধের কথাও জানিয়েছেন।
যুক্তরাজ্যে সিটবেল্ট না পরা অবস্থায় ধরা পড়লে ১০০ ইউরো জরিমানা করা হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ৫০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। ইংল্যান্ডের উত্তরে ভ্রমণের সময় সুনাক ভিডিও ধারণ করছিলেন। সরকারের দায়িত্বে থাকা অবস্থায় এ নিয়ে দুইবার নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি পেলেন তিনি।
গত এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্ত্রী ক্যারির সঙ্গে কভিড লকডাউন নিয়ম ভেঙে জন্মদিন উদযাপনে যোগ দেয়ার জন্য তাকে জরিমানা করা হয়।