ফ্রান্সের প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের প্রস্তাব ইমানুয়েলের

২১ জানুয়ারী ২০২৩

ফ্রান্সের প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের কথা ভাবছেন দেশটির রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোন। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বড় ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতেই এ পরিকল্পনা। খবর বিবিসির।

 

এক বিবৃতিতে ম্যাক্রোন জানিয়েছেন, ২০২৪-৩০ সাল পর্যন্ত সাত বছরে প্রতিরক্ষা খাতের বাজেট ২৯ হাজার ৫০০ কোটি ইউরো থেকে বাড়িয়ে ৪১ হাজার ৩০০ কোটি নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের মন্ট ডি মারসান উড়োজাহাজ ঘাঁটিতে সৈনিকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন, ‘ফ্রান্সকে প্রথমে সশস্ত্র বাহিনীকে পুনরুদ্ধার করতে হয়েছে। এরপর তাদের পরিবর্তন করতে হয়েছে। কিন্তু এখন একই কাজ করা যাবে না। ভিন্নভাবে আরো ভালো কিছু করতে হবে।’

 

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন পশ্চিমা দেশগুলোকে সামরিক ব্যয় পর্যালোচনা করতে বাধ্য করেছে। অনেক ক্ষেত্রে দেশগুলো বিনিয়োগ বাড়াতে বাধ্য হচ্ছে। অন্যদিকে ইউক্রেনে চলমান যুদ্ধে সৈন্য সংখ্যা সাড়ে ১১ লাখ থেকে ১৫ লাখে উন্নীত করার কথা জানিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে জানান, রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা তাকে ইউক্রেনে বিজয় নিশ্চিতের পূর্বাভাস দিচ্ছে।

 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্স ইউক্রেনের জন্য তার সামরিক সহায়তা বাড়িয়েছে। এর মধ্যে এএমএক্স-১০ আরসি হালকা যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু কিয়েভে অস্ত্র সরবরাহের দিক থেকে দেশটি অন্যান্য ইউরোপীয় মিত্রদের থেকে অনেক পিছিয়ে।


মন্তব্য
জেলার খবর