আইরিশদের সফরসূচী চুড়ান্ত

২১ জানুয়ারী ২০২৩

বাংলাদেশে সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আইরিশদের সফরকে সামনে রেখে খেলার সূচিও চুড়ান্ত হয়ে গেছে। এ সফরে তিনটি ওয়ানডে, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে তারা।

 

ওয়ানডে দিয়ে শুরু হবে আইরিশদের সফর। ওয়ানডে সিরিজের সব ক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২৩ মার্চ। এরপর চট্টগ্রামে চলে যাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩০ মার্চ।

 

একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ৪ থেকে ৮ এপ্রিল। তবে টেস্ট ম্যাচ শুরুর তারিখ এক দিন এগিয়ে আনতে পারে বিসিবি। আগামী ১২ অথবা ১৩ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে আয়ারল্যান্ডের।

 

আরআই


মন্তব্য
জেলার খবর