ব্রাজিলের সেনা কমান্ডার জেনারেল জুলিও সিজার ডি আররুদাকে বরখাস্ত করেছেন দেশটির রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ২১ জানুয়ারি তাকে বরখাস্ত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে আররুদা কমান্ডারের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে শনিবার ব্রাজিলের সংবাদপত্র ফোলহা দে এস পাওলো ও টিভি নেটওয়ার্ক গ্লোবোনিউজে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। দক্ষিণ-পূর্বের নতুন সেনা প্রধান হবেন জেনারেল টমাস মিগুয়েল রিবেইরো পাইভা। ব্রাজিলের সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
চলতি সপ্তাহে এক বিবৃতিতে লুলা বলেন যে, 8 জানুয়ারি ব্রাসিলিয়ার সরকারি ভবনগুলিতে অতি-ডানপন্থী প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর সমর্থকরা যখন হামলা করে, তখন গোয়েন্দা পরিষেবাগুলি ব্যর্থ হয়েছিল। এর আগে লুলা সরকারি ভবনে হামলায় সশস্ত্র বাহিনীর লোকেদের যোগসাজশের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। বিশেষ করে যখন কয়েক হাজার বলসোনারো সমর্থক কংগ্রেস ভবন, রাষ্ট্রপতির প্রাসাদ এবং সুপ্রিম কোর্টে আক্রমণ করে লুটপাট করেছিল।
২০ জানুয়ারি নৌবাহিনীর কমান্ডার মার্কোস সাম্পাইও ওলসেন ও বিমান বাহিনীর মার্সেলো কানিৎজ দামাসেনোসহ অরুদা লুলার সঙ্গে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রী হোসে মুসিও মন্টিরো বৈঠকের পর সাংবাদিকদের বলেন, 8 জানুয়ারির দাঙ্গা মূল আলোচনার বিষয় নয়। তবে তিনি জানান, দাঙ্গায় সামরিক কর্মীরা জড়িত থাকলে তাদের শাস্তি দেওয়া হবে।
লুলা সম্প্রতি জানান, তার সরকার কট্টর বলসোনারোর অনুগতদের নিরাপত্তা বাহিনী থেকে মুক্ত করবে। ব্রাসিলিয়ায় দাঙ্গা হওয়া অনেক বিক্ষোভকারী বলসোনারোকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সামরিক অভ্যুত্থানের ডাক দিয়েছিল।