প্রথম সপ্তায়ই ৩শ’ কোটির ব্যাবসা করবে ‘পাঠান’

২২ জানুয়ারী ২০২৩

দীর্ঘ সময় ধরে রয়েছেন পর্দার বাইরে। প্রায় চার বছর পর ছবি মুক্তি পেতে চলেছে। কথা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে। এতো লম্বা বিরতির পর ফিরছেন এ নায়কা। বাদশার মতোই প্রত্যাবর্তন প্রত্যাশা ছিল ভক্তদের। তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও ছবির টিজার মুক্তির পর থেকে নানা কারণে বিতর্ক উঠেছে। তবুও ইতোমধ্যে ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ছবিটি ব্যবসা সফল একটি সিনেমা হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

ছবিটি মুক্তির দিন বিগত প্রায় সকল ছবির রেকর্ড ভেঙে ফেলবে বলে প্রত্যাশা করছেন সিনেমা ব্যবসায়ীরা। মুক্তির প্রথম দিনই ২৫ থেকে ৩০ কোটি টাকার ব্যবসা করবে বলে মনে করছেন তারা। তাদের ইঙ্গিত, মুক্তির পর বিশ্বব্যাপী ৩০০ কোটির ব্যবসা করতে এ ছবির সময় লাগবে মাত্র সপ্তাহ খানেক।

 

প্রকাশিত খবর অনুযায়ী প্রথমদিনের শো-এর নব্বই হাজার টিকিট ইতো মধ্যেই বিক্রি হয়ে গেছে। এভাবেই যদি টিকিট বিক্রি হতে থাকে তাহলে প্রথম দিনই ৩৫ থেকে ৪০ কোটি টাকা আয় করবে পাঠান। কেবল ভারতেই প্রথম সপ্তাহে ১৫০ থেকে ২০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে ‘পাঠান’। ছবিটি টুডি ছাড়াও আইম্যাক্স, ফোর ডিএক্স, ডিবক্স ভার্সানে দেখা যাবে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষায়ও মুক্তি পাবে ছবিটি।

 

আনন্দবাজার/আরআই


মন্তব্য
জেলার খবর