রমজানে পণ্যের দাম বাড়বে না

২২ জানুয়ারী ২০২৩

ভোক্তারা একসঙ্গে বেশি পণ্য ক্রয় না করলে বাজারে পণ্যের ওপর বেশি চাপ পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেই সঙ্গে বলেছেন- আসন্ন রমজান মাসে কোনো পণ্যের সংকট হবে না, মূল্যও বৃদ্ধি পাবে না।   রোববার মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন। রংপুর ক্রিকেট গার্ডেনে এ মেলার আয়োজন করেছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে রমজান মাসে একসঙ্গে বেশি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন।  রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও বাজার স্থিতিশীল রাখতে সরকারি পদক্ষেপের অংশ হিসেবে এ আহবান জানান মন্ত্রী।

অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন রমজান মাস কন্দ্রে করে বা স্বাভাবিক সময়ে কোনো ব্যবসায়ী অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে এসব পণ্যের মূল্যবৃদ্ধির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর