দাপুটে সব জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে ওঠে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো শক্তিশাল দলকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে ওঠে। তবে সেরা ছয়ের প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরেছে লাল-সবুজের মেয়েরা। এদিন দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারে তারা।
এদিন টস ভাগ্য ছিল বাংলাদেশের অনুকূলে। জেবি মার্কস ওভালে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শেস অবদি খেলে ৬ উইকেট হারিয়ে ১০৫ রানের স্বল্প পুঁজি পায় প্রত্যাশা-স্বর্ণারা। সর্বোচ্চ ২৩ রান আসে সুমাইয়া আক্তারের ব্যাট থেকে। এছাড়া আফিয়া প্রত্যাশা ২১, মিষ্টি সাহা ১২, দিলারা আক্তার ১৭ এও স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ২০ রান। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করে কাইলা রেইনেক।
পুঁজি অল্প। কিন্তু জেতার প্রত্যয় নিয়ে ফিল্ডিংয়ে নামে মেয়েরা। শুরু থেকেই প্রোটিয়া ব্যাটারদের চেপে ধরে। দলীয়ে স্কোর ৩৩ এর মধ্যেই তুলে নেয় ৪ উইকেট। কিন্তু ৫ম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এ জুটি তেকে আসে ৭০ রান। ল্যান্ডসম্যান ৩৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকা মেসো। তার ব্যঅট থেকে আসে ৩২ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাবেয়া, একটি শিকার করেন মারুফা আক্তার। আগামী ২৫ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরআই