ডিসি সম্মেলন শুরু ২৪ জানুয়ারি

২২ জানুয়ারী ২০২৩

দুই বছর পর এ বছর যথাযথভাবে হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে ২৪৫টি প্রস্তাব দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের পক্ষ থেকে। সম্মেলনে দেশের সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত থাকবেন। রোববার (২২ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।  সরকারের কর্মকাণ্ড মাঠ পর্যায়ে তরান্বি, নীতি নির্ধারণী ও উন্নয়ন কর্মসূচি বিষয়ে দিকনির্দেশনা দিতে এ সম্মেলন হয়।

সম্মেলনে মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব, সচিব, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে আলোচনা করবেন। ডিসিদের দেওয়া প্রস্তাবনার মধ্যে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্য ও সেবা বিভাগ থেকে- ২৩টি। এ ছাড়া ভূমি মন্ত্রণালয় থেকে ১৫টি, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ১৩টি, সুরক্ষা সেবা বিভাগ থেকে ১১টি, গৃহায়ন ও গণপূর্ত থেকে ১০টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ১০টি প্রস্তাব রযেছে উল্লেখযোগ্য।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, করোনার কারণে গত দুই বছর যথাযথভাবে এ সম্মেলনের আয়োজন হয়নি। অন্যান্য বছরের মতো এবারও সম্মেলন সফল হবে, এর মধ্য দিয়ে মাঠ প্রশাসনের কার্যক্রম গতি পাবে বলেও আশা প্রকাশ করেন সচিব।

এমকে

 


মন্তব্য
জেলার খবর