নড়াইল প্রতিনিধি
বন্ধুদের সঙ্গে ‘সুলতান মেলা’ দেখার কথা পরিবারের লোকজনকে জানিয়ে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন রাজমিস্ত্রি ইয়াসিন মোল্যা (২২)। এরপর থেকে তার খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। বাসা থেকে বের হওয়ার ৬ দিন পর রোববার (২২ জানুয়ারি) দুপুরে নড়াইল সদরের আলোকদিয়া ঈদগাহ এলাকা থেকে তার পঁচে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। ইয়াসিন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে। নিখোঁজের দুই দিনের (১৮ জানুয়ারি) মাথায় তার বোন শিরিনা খানম নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
ইয়াসিনের মরদেহ খেজুর পাতা দিয়ে ঢাকা ছিল। লাশ পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ধারণা করছে, ইয়াসিনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, ইয়াসিনের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরহাদ খান/এমকে