মন্তব্য
রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। আগামী ২৫ জানুয়ারি থেকে পরিবর্তিত সূচিতে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচল করবে এ ট্রেন। প্ল্যাটফর্মে গেট খোলা হবে সকাল ৮টা থেকে, বন্ধ করে দেওয়া হবে দুপুর ১২টায়।
কর্তৃপক্ষ বলছে, আগের মতোই ৪ ঘণ্টা চলাচল করবে এ রেল। কেবল সময়টা পেছানো হয়েছে আধা ঘণ্টা। এতো দিন উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত বিরতিহীনভাবে চলাচল করছে মেট্রোরেল। ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে বিরতি দেবে।
এমকে