১৫ সদস্যের নারী দল ঘোষণা

২৩ জানুয়ারী ২০২৩

দরজায় কড়া নাড়ছে নারী বিশ্বকাপ ক্রিকেট। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে নিগার সুলতানা জ্যোতির হাতে। বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেওয়া দলের চারজন নারী ক্রিকেটার। তারা হলেন- দিশা বিশ্বাস, মারুফা আক্তার, দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার।

 

২৩ জানুয়ারি কেপটাউনের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে নিগার সুলতা জ্যোতির দল। সেখানে আয়ারল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১২ ফেব্রুয়ারি বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে। এর আগে আরো দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে লাল-সবুজের মেয়েরা। ম্যাচ দু’টি হবে যথাক্রমে ৬ ফেব্রুয়ারি পাকিস্তান ও ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

 

বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মোস্তারি।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর