কোচ হিসেবে এনরিককে চায় ব্রাজিল!

২৩ জানুয়ারী ২০২৩

এবারের বিশ্বকাপে প্রত্যাশা জাগিয়েও ভালো কিছু করতে পারেনি ব্রাজিল। সুপার ষোলোর পরই বিদায় নিতে হয় তাদের। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর পদত্যাগ করেন কোচ তিতে। যদিও বিশ্বকাপ শুরুর আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি। তিতে ২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন।

 

তার চলে যাওয়ার পর থেকে কোচ নিয়োগে তোড়জোড় শুরু করেছে ব্রাজিল। ব্রাজিলের কোচ হিসেবে তালিকার শুরুতে যার নাম আসছে তিনি হলেন নামটি লুইস এনরিক। তবে তাকে এখনও প্রস্তাবও দেয়নি ব্রাজিল। আগামী সপ্তাহে প্রস্তাব নিয়ে যাওয়ার কথা রয়েছে। দেশটির প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ নিজেই প্রস্তাব নিয়ে যাবেন বলে জানা গেছে। খবর ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউনিভার্সোর।

 

পত্রিকাটি জানিয়েছে, এনরিকের সঙ্গে কথাবার্তাঢ পটলে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে কোচের নাম চূড়ান্ত করে ফেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


মন্তব্য
জেলার খবর