বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার আহবান প্রধানমন্ত্রীর

২৩ জানুয়ারী ২০২৩

করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উদ্ভূত সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশের  মতো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে বিশ্ব ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবাগের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আহবান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও)  সৌজন্য সাক্ষাৎ করেতে যান বিশ্ব ব্যাংকের এমডি।

সাক্ষাতকালে বিশ্ব ব্যাংকের এমডি বাংলাদেশের উন্নয়নের ধারায় পাশে থাকার আশ্বাস দেন।  সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর