বাড়ছে রেমিট্যান্স প্রবাহের গতি

২৩ জানুয়ারী ২০২৩

দেশে রেমিট্যান্স প্রবাহে হাওয়া লাগায় ধীরে ধীরে চাপ কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। গত ডিসেম্বরের পর চলতি জানুয়ারি মাসেও গতি বেড়েছে রেমিট্যান্স প্রবাহে। চলতি মাসের প্রথম ২০ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৩১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। আর চলতি অর্থবছরের প্রায় সাত মাসে এর পরিমাণ ১ হাজার ১৮০ কোটি ৮৫ লাখ ডলার। এই হিসাবে গড়ে প্রতিদিন   রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৫৮ লাখ ডলার। রেমিট্যান্সের এ তথ্য বাংলাদেশ ব্যাংকের রাখা হিসাব।

রোজা এবং ঈদকে সামনে রেখে আগামী ফেব্রুয়ারি ও মার্চে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে বলে আশা করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত ডিসেম্বরে ১৭০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। রেমিট্যান্সের এ অংক ছিল তার আগের চার মাসের মধ্যে সবচেয়ে বেশি। গত চার মাসে গড়ে প্রতিদিন ৬ কোটি ডলারের কিছুটা কম রেমিট্যান্স এসেছে দেশে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর