রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

২৪ জানুয়ারী ২০২৩

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার (২৫ জানুয়ারি) ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাংবাদিকদের এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ নির্বাচন বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি।

সিইসি বলেন,  বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায়  সভা হবে নির্বাচন কমিশনের। এরপর তফসিলটা উন্মুক্ত করা হবে। সিইসি আরও জানান, আইন অনুযায়ী   তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করতে হয় সিইসিকে । এ নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করেন সিইসি।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার  সংসদ সদস্যরা, তাদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর