এবারের বিশ্বকাপে ভালো করার প্রত্যয় নারীদের

২৪ জানুয়ারী ২০২৩

আগামী মাসের শুরুতেই মাঠে গড়াবে নারী ক্রিকেট বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ হবে টি-টোয়েন্টি ফরমেটে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপে অংশ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছে লাল-সবুজের দল। দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোআ ছেড়েছে নারীরা।

 

বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ফেব্রুয়ারির ৯ তারিখ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরআগে বেশকিছু প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে প্রস্তুতিই মূল পর্বে কাজে লাগাতে চায় জাহানারা।

 

এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্ব টপকানো কঠিন হবে বলাই যায়। তবে ভালো করার প্রত্যয় টাইগ্রেসদের।

 

দেশে ছাড়ার আগে জাহানারা আলম বলেছেন, ‘আমাদের প্রথম বিশ্বকাপে ২০১৪ সালে শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম। চারটি বিশ্বকাপ মিলিয়ে একটা জয় আমাদের দখলে আছে। ইনশাআল্লাহ পাঁচ নম্বর ওয়ার্ল্ডকাপে সেটা অবশ্যই বাড়বে আমাদের বিশ্বাস। আমরা দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার বিশ্বাস যে আমরা একটা ইতিবাচক ফল নিয়ে আসতে পারব। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে।’

 

বাংলাদেশি এ পেসার আরো বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না, দক্ষিণ আফ্রিকা মানেই পেস সহায়ক। সাউথ আফ্রিকায় খেলেছি দুইবার, আমি একটা উইকেট পেয়েছি। আমরা গিয়ে দেখি, আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দেখছি। সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে ভালো উইকেট। অনূর্ধ্ব-১৯ দলও ভালো ব্যাটিং করছে। সবকিছু নির্ভর করছে স্কিলের ওপর, আমি আমার স্কিল নিয়ে কাজ করেছি দলকে সাপোর্ট দেওয়ার জন্য।’

 

আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০ দলের আসরে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। একই গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

 

বাংলাদেশ নারী ক্রিকেট দল : নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মুস্তারি।

 

স্ট্যান্ড বাই : রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা।


মন্তব্য
জেলার খবর