ধর্মপাশায় মাদকদ্রব্যের ‘অপব্যবহার’ রোধকল্পে কর্মশালা

২৪ জানুয়ারী ২০২৩

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায় মাদকদ্রব্যের ‘অপব্যবহার’ রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে কর্মশালা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা গণমিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। বক্তব্য দেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সাজেদুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন ও সমকাল প্রতিনিধি এনামুল হক প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সাদ্দাম হোসেন/এমকে


মন্তব্য
জেলার খবর