২৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপিসহ বেশ কয়েকটি দল

২৪ জানুয়ারী ২০২৩

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানী ঢাকায় আলাদা সময়ে ও স্থানে সমাবেশ করবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচির ১০ দফা দাবিসহ ১৯৭৫ সালে বাকশাল কায়েমের প্রতিবাদে এ সমাবেশ হবে। 

দুপুর ২টায় রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপি সমাবেশ করবে। বেলা ১১টা ৩০ মিনিট জাতীয় প্রেস সামনে গণতন্ত্র মঞ্চ, বেলা ৩টায় বিজয় নগর পানির ট্যাংকে ১২ দলীয় জোট, বেলা ২টা কাওরান বাজার এফডিসি সংলগ্ন অফিস সামনে এলডিপি, বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাব সামনে সমমনা জাতীয়তাবাদী জোট, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব সামনে বাম গণতান্ত্রিক ঐক্য সমাবেশ করবে।  একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগরসহ সারাদেশ মহানগর ও জেলা শহরে বিক্ষোভ করা হবে বলে জানা গেছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর