চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
চলতি বছরের ২৪ জানুয়ারি (মঙ্গলবার) থেকে প্রকাশনার ১১তম বছরের পথচলা শুরু করেছে পাবনার চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক আমাদের বড়াল। এ দিন শহরের পুরাতন বাজার এলাকায় স্থানীয় এক রেস্টুরেন্টে ঘরোয়াভাবে পালন হয় এর প্রতিষ্ঠা বার্ষিকী। শুরু থেকেই ৪ পৃষ্ঠার দৈনিকটির সম্পাদনা করছেন দৈনিক ইত্তেফাক’র চাটমোহর প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল। ২০১৩ সালের ২৪ জানুয়ারিতে যাত্রা শুরু করা এ দৈনিকের প্রকাশকও তিনি।
১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে দৈনিকটির কর্তৃপক্ষের কর্মসূচি ছিল আলোচনা সভা ও কেক কাটা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিকটির বার্তা সম্পাদক এম.এ জিন্নাহ। বক্তব্য দেন- চাটমোহরের আরেকটি দৈনিক চলনবিল- এর সম্পাদক রকিবুর রহমান টকুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ অব্দুর রহিম কালু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।
এমকে