ফুটবলে ‘সাদা কার্ড’র অভিষেক

২৫ জানুয়ারী ২০২৩

ফুটবলে এতদিন খেলেয়াড়দের আচরণ-বিধি নিয়ন্ত্রণে দুই ধরণের কার্ড ব্যবহার হয়ে আসছে। এবার বিশ্বের অন্যতম সেরা এ ক্রীড়া মাধ্যমে সাদা বা হোয়াইট কার্ডের প্রবর্তন হতে যাচ্ছে। পর্তুগালে মেয়েদের ফুটবলে অভিনব এ কার্ডের ব্যবহার দেখা গেল।

 

সবাই লাল কার্ড ও হলুদ কার্ডের ব্যবহার সম্পর্কে জানেন। প্রথমে হলুদ কার্ড দেখিয়ে বেপরোয়া খেলোয়াড়কে সতর্ক করা হয়। কাজ না হলে কিংবা পুনরায় ভুল করলে লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়। কোচদের বের করে দেওয়া হয় ডাগ আউট থেকে। তবে সাদা কার্ডের ব্যবহার সম্পর্কে জানা নেই কারো।

 

সাদা কার্ডের ব্যবহার খেলেয়াড়দের শাস্তি নয় বরং শৃংখলা ও কোমলতার প্রতীক হিসেবে চালু করা হলো। তাই হোয়াইট কার্ড শাস্তি নয় বরং পুরস্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

মেয়েদের পর্তুগিজ কাপের কোয়ার্টার ফাইনালে বেনফিকা বনাম স্পোর্টিং লিসবন ম্যাচে এ কার্ড প্রথম ব্যবহার করা হয়। ম্যাচ চলাকালীন দেখা যায়, বেনফিকা-লিসবন ম্যাচে স্টেডিয়ামে অসুস্থ হয়ে পড়া এক দর্শককে জরুরি চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। যে ঘটনা সবার হৃদয় ছুয়ে যায়। তাদের এমন মানবিক কাজের জন্য তাকে এ কার্ড দেখানো হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর